শনিবার (১৬ আগস্ট) দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ সৌদ আল সাবাহর নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে। এ অভিযানের উদ্দেশ্য আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা লঙ্ঘনকারী এবং স্পনসর উভয়কেই বাধ্যতামূলক নির্বাসনের আওতায় আনে। এছাড়া সিভিল সার্ভিস আইনের ধারা ১৮ অনুযায়ী নিয়োগকর্তা, স্পনসর এবং কোম্পানিগুলোকে জনশক্তি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে জবাবদিহি করতে হবে।
কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রম সংক্রান্ত বিধিমালা প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফের ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া