গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগ রক্ষাকারী সড়কে তিস্তা নদীর উপর নবনির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ স্বপ্নের মওলানা ভাসানী সেতুর উদ্বোধন করা হয়েছে। গত ২০ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উরদ্বাধন করেন।
এদিকে উদ্বোধনের দিন সন্ধ্যা থেকে সেতুর লাইটগুলোর না জ্বলায় গতকাল পর্যন্ত খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায় সেতুর দক্ষিণ পাশে মাটি খুঁড়ে আন্ডারগ্রাউন্ড থেকে কে বা কারা ৬টি ক্যাবল কেটে চুরি করে নিয়ে গেছে।

লাইটিংয়ের আন্ডারগ্রাউন্ড সংযোগের ৩২০ মিটার দৈর্ঘ্যের চুরি যাওয়া ৬টি ক্যাবলের মূল্য প্রায় ৭ লাখ টাকা। ফলে দীর্ঘতম এ সেতু অন্ধকারে নিমজ্জিত থাকছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনসহ পথচারীরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই সেতুটি একটি বৃহত্তম প্রকল্প। এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে ও সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন তিস্তা পিসি গার্ডার সেতুটি নির্মাণ করেছে।
জমি অধিগ্রহণ, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণ, উন্নত লাইটিং ব্যবস্থা, সম্প্রসারণ এবং নদী শাসনসহ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮৫ কোটি টাকা।
সেতুটিতে ২৯০টি পাইল, ১৫৫টি গার্ডার, ৩০টি পিলার, ২৮টি স্প্যান বসানো হয়েছে, সেতুর দুই পাশে সাড়ে ৩ কিলোমিটার করে নদী শাসন এবং ৮৬ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কে ৫৮টি ব্রিজ-কালভাট নির্মাণ করা হয়েছে। এছাড়া অধিগ্রহণ করা হয়েছে ১৩৩ একর জমি।
উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা শিকার করে বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন সেতু উদ্বোধনের ৪ দিন আগে লাইটিগুলোর সাথে ক্যাবল সংযোগ দিয়ে জেনারেটর দিয়ে পরিক্ষা করে।
সেতু উদ্বোধনের দিন সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দিলে লাইটগুলোর না জ্বলায় সাময়িক ত্রুটি মনে করে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানের একপর্যায় দেখা যায়, আন্ডারগ্রাউন্ড সংযোগের ক্যাবল চুরি হয়েছে। বিষয়টি আমি রাতে জানতে পারি।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, মওলানা ভাসানী সেতুর লাইটিং ক্যাবল চুরির ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
হিলি বন্দরে একদিনে রেকর্ড চাল আমদানি