ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গজারিয়ার সন্ত্রাসকবলিত এলাকায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন নৌ ডাকাকি ও সন্ত্রাসকবলিত এলাকা হিসেবে পরিচিত গুয়াগাছিয়া ইউনিয়নে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের পর ক্যাম্পের কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভুমি) ডা. হামিদা মোস্তফা উপস্থিত ছিলেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশে আপাতত ৪ তলা বিশিষ্ট একটি ভাড়া ভবনে জামালপুর এলাকায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হলো।

ওই কর্মকর্তা আরো জানান, তিনি নিজেই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন। বিভিন্ন পর্যায়ের ২৫ জন পুলিশ সদস্য এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

পরবর্তী পর্যায়ে মুন্সীগঞ্জ জেলা থেকে ক্যাম্পের দায়িত্ব পালনের জন্য পরিদর্শক পদ মর্যাদার একজন কর্মকর্তাসহ আরো কিছু সংখ্যক সদস্য পুলিশ সদস্য থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন সংলগ্ন নদীপথ ও স্থলপথ দীর্ঘদিন ধরে নৌ ডাকাতি, চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়ে আসছিল।

আইনশৃঙ্খলার উন্নয়ন ও মানুষের নিরাপদ বসবাস ও ওই এলাকায় নদীপথে চলাচলকারী নৌযান শ্রমিকদের নিরাপত্তার তাগিদে ক্যাম্পে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাহিরে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নদীপথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর টহল দল নিয়োজিত থাকবে।

সূত্র জানায়, গত কয়েক মাসে গুয়াগাছিয়া ও আশপাশের নদী পথে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ও নদীপথের চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ নেওয়াসহ নদী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক নৌ ডাকাত ও জলদস্যু দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তাদের এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে তারা নিরাপদ জীবনযাপন করতে পারবেন বলে মনে করছেন। তাদের দাবি, একটি পুলিশ ক্যাম্প ছিল দীর্ঘদিনের প্রত্যাশিত। অন্তবর্তীকালীন সরকারের সময়ে তারা ক্যাম্প পেয়ে উচ্ছসিত।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্প স্থাপন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। আশা করছি, এখন থেকে গুয়াগাছিয়ায় পূর্ণ শক্তি নিয়ে পুলিশ কার্যক্রম পরিচালনা করতে পারবো। আইনশৃঙ্খলার উন্নয়নে তিনি এলাকাবাসীদের সহায়তা কামনা করেছেন।

NJ
আরও পড়ুন