গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন ডেঙ্গু রোগী। তবে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩১ জন রংপুর বিভাগে ৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৮ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৪৪।
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪১২