ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দল থেকে বাদ, মুখ খুললেন নেইমার

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ এএম

বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা পাননি ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব থাকা ৩৩ বছর বয়সী খেলোয়াড় এবার সোশ্যাল মিডিয়ায় নিজস্ব বার্তা দিয়েছেন।

জিমে অনুশীলনরত ছবি শেয়ার করে নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা ও লক্ষ্য অর্জনে স্থির প্রচেষ্টার মাধ্যমে। লক্ষ্য পূরণ না হলেও যে মানুষ প্রতিবন্ধকতা জয় করতে জানে, সে অন্তত প্রশংসনীয় কিছু করতে পারবে।

জাতীয় দলের প্রধান কোচ আনচেলোত্তি জানিয়েছিলেন, নেইমারের একটি ‘ছোটখাটো সমস্যা’ রয়েছে, যা সমাধান হলে তিনি মাঠে ফিরতে পারবেন। তবে এই মুহূর্তে নেইমার নিজের ফোকাস রেখেছেন ফিটনেস বজায় রাখা ও পারফরম্যান্স উন্নত করার দিকে। 

বার্সেলোনা ও পিএসজিতে খেলা ক্যারিয়ারে দারুণ সাফল্য পাওয়া নেইমার এবার সান্তোসে ফেরা সত্ত্বেও ধারাবাহিকভাবে খেলা প্রদর্শনে ব্যর্থ হচ্ছেন। চলতি মৌসুমে ১৯ ম্যাচে তার গোল মাত্র ৬টি, অ্যাসিস্ট ৩টি।

২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে ব্রাজিল । সেপ্টেম্বরের প্রথম ম্যাচে তারা চিলিকে আতিথ্য দেবে (৫ সেপ্টেম্বর), এরপর খেলবে বলিভিয়ার মাঠে (১০ সেপ্টেম্বর)। নেইমারের জাতীয় দলে পুনরায় ফেরা কবে সম্ভব হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

HN
আরও পড়ুন