ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত সমস্যা চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এই তথ্য জানান কমিটির সদস্য ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের দাবিসমূহ গুরুত্ব দিয়ে পর্যালোচনার জন্য গঠিত ওয়ার্কিং গ্রুপে সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সদস্যরাও থাকবেন। তারা আজ থেকেই কাজ শুরু করেছেন।

সভায় সভাপতিত্ব করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। সভা শেষে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ওয়ার্কিং গ্রুপ এক মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করবে। পাশাপাশি, শিক্ষার্থীরাও চাইলে উপদেষ্টা কমিটির সামনে তাদের মতামত তুলে ধরতে পারবেন।

তিনি আন্দোলনরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তাই কেউ যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে সেই বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরির পদমর্যাদা ও পেশাগত স্বীকৃতি সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন।

DR/MMS
আরও পড়ুন