ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেনাপোলে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:৩৭ পিএম

যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির ভেতরে তাকে হত্যা করা হয়। নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন।

তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে গরু কাটার জন্য নজরুলের বাইরে যাওয়ার কথা ছিলো। রাত আড়াইটার দিকে তাকে নিয়ে যাওয়ার জন্য ভ্যান চালক বাড়ির বাইরে এসে ডাকাডাকি শুরু করে। এসময় ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখেন বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নজরুলের মরদেহ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

JMR
আরও পড়ুন