ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পঞ্চগড়ে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ ইজিবাইকে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদর উপজেলার জগদল গোয়ালপাড়ার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও আহম্মদ আলী জগদল বালিয়াডাঙ্গীর লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)। 

এ ঘটনায় আহতরা হলেন- একই উপজেলার চৈতন্যপাড়ার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাটের প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান, যাত্রীরা ইজিবাইকে জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন তারা। হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে পড়ে গুরুতর আহত হন ৫ জন।

পরে দ্রুত সেখান থেকে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন শুভ আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়। অপর ২ আহত সাদেকুল ও প্রিয়াকে ভর্তি করা হয় সদর হাসপাতালেই।

এদিকে এ দুর্ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেন স্থানীয়রা। তারা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ঘণ্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন শুভ জানান, দুর্ঘটনার শিকার ৫ জনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৩ জনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন মারা গেছেন। ৩ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন যাতায়াত স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

NJ
আরও পড়ুন