ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির ২ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও জেলা বিএনপির সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।


এ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় বিএনপির অপর একাংশ তাদের ওপর হামলা চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
 
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাদুল্লাপুর থানার এক পুলিশ সদস্য ও  সাংবাদিক ও উভয়পক্ষের নেতাকর্মীসহ ১০ জন আহত হন।  

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ তাজ উদ্দিন আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

NJ
আরও পড়ুন