ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে টেক্সটাইল মিলে আগুন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকায় কামাল ফকিরের মালিকানাধীন টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ এবং এলাকাবাসীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী জানায়, উলুকান্দি এলাকায় পাশাপাশি বেশ কিছু সংখ্যক টেক্সটাইল মিল রয়েছে। যেগুলোর একটিতে আগুন লাগলে বেশ কয়েকটি কারখানা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কামাল ফকিরের টেক্সটাইল মিলে আগুনের ধোঁওয়া দেখে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।

পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং গোপালদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফলে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে মালিক পক্ষ বেঁচে গেছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রবিউল জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এলাকার লোকজন আন্তরিকতার সাথে আমাদের এবং পুলিশকে আগুন নেভাতে সহযোগিতা করে। ফলে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। না হলে আশপাশের বেশ কয়েকটি কারখানা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল।

NJ
আরও পড়ুন