ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোহাম্মদপুরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ এএম

রাজধানীর আদাবরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলা করেছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল আমিন নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে একটি গাড়ি নিয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় এক পক্ষের লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

HN
আরও পড়ুন