ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে ২৬১ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতের এই নিয়োগে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যাবিদ – ৭টি পদ, বেতন ১০,২০০–২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. স্টোর কিপার – ১২টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৫টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. স্বাস্থ্য সহকারী – ২৩১টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. গাড়িচালক – ৩টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। অভিজ্ঞ চালকেরা অগ্রাধিকার পাবেন।

৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট – ৩টি পদ, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরির বয়স

প্রার্থীর বয়স ১৮-০৮-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদন করা যাবে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। 

NB/AHA
আরও পড়ুন