ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিআর পদ্ধতির দাবি অবাস্তব: আমীর খসরু 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি অবাস্তব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি অবাস্তব। যারা জনবিচ্ছিন্ন তারাই এ দাবি জানাচ্ছেন। তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশ ভালো থাকতো। যত বেশি দেরি হবে, ততই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে দেশ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভ্যুত্থান পরবর্তী যেসব দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার এনেছে তারাই এগিয়ে গেছে।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নিজ দেশেই আগে ব্র্যান্ডিং শুরু করতে হবে। আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কারে গুরুত্ব দিতে হবে। দ্বিমত থাকবেই, তবে সম্মান জানাতে হবে। সংস্কারের বিষয়ে কোনো কথা নেই, তবে কতটুকু সংস্কার হবে সেটাই প্রশ্ন।

LH/FJ
আরও পড়ুন