ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিতেও সমন্বয় রাখতে পারে না: সালাহউদ্দিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতেও সমন্বয় রাখতে পারে না, তারা এক জায়গায় ‘জয়’ বলে, দেড় মাইল গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এবং অতীত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস একমাত্র আওয়ামী লীগের। আজকে দেখা গেল, এক জায়গায় বলছে ‘জয়’, দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’ এই হলো তাদের অবস্থা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের এক সপ্তাহ আগে বা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে। দেশ এখন নির্বাচনি আবহে আছে। সারাদেশে নির্বাচনি আমেজ তৈরি হয়েছে। এই পথ যারা প্রতিহত করতে চায় বা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের সাবধান করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনই হচ্ছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সরকার গঠনের একমাত্র উপায়। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচন কার্যত শুরু হয়ে যাবে, এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। কারণ, প্রচারণাই হলো নির্বাচনের মূল বিষয়।

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়েও তিনি মত দেন। তিনি বলেন, বড় রাজনৈতিক ইস্যুতে আলোচনা না করে সিদ্ধান্ত চাপিয়ে দিলে নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। জুলাই ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর থাকবে, তা ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং নির্বাচনি ইশতেহারে এই ঐকমত্যের প্রতিফলন দেখা যাবে।

তিনি দাবি করেন, এই উদ্যোগের মধ্য দিয়ে ভবিষ্যতে একটি নৈতিক, প্রতিনিধিত্বশীল ও গ্রহণযোগ্য নির্বাচনি কাঠামো গড়ে উঠবে।

DR/Fj
আরও পড়ুন