ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কর্মীদের ওজন কমালেই পুরস্কার, বাড়লে জরিমানা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

চীনের শেনজেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি আরাশি ভিশন কর্মীদের স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে অভিনব ওজন কমানোর প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রতিযোগিতার লক্ষ্য কর্মীদের নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসে উৎসাহিত করা।

এই প্রতিযোগিতার নাম ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লুজ চ্যালেঞ্জ’। নিয়মে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা ৫০০ গ্রাম ওজন কমাতে পারলেই ৫০০ ইউয়ান পুরস্কার পাবেন। তবে প্রতিযোগিতার পরে ওজন বাড়লে জরিমানার শর্ত প্রযোজ্য হবে। প্রতি ৫০০ গ্রাম ওজন বেড়ে গেলে ৮০০ ইউয়ান জরিমানা দিতে হবে।

২০২৫ সালের প্রতিযোগিতায় ৯০ দিনে ২০ কেজি ওজন কমিয়ে ২০ হাজার ইউয়ান জিতেছেন তরুণ কর্মী শিয়ে ইয়াকি, যিনি এবারের ‘ওয়েট লুজ চ্যাম্পিয়ন’ হয়েছেন।

শিয়ে জানান, পুরো সময়ের মধ্যে তিনি সুশৃঙ্খল জীবন যাপন করেছেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেছেন এবং প্রতিদিন দেড় ঘণ্টা ব্যায়াম করেছেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, নিজের সেরাটা বের করে আনার জন্য এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সময়। এটা শুধু সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত নয়, স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত।

কোম্পানিটির এক প্রতিনিধি জানান, প্রতিযোগিতার মাধ্যমে কর্মীদের স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করা এবং কাজের বাইরে সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রেরণা দেওয়া হচ্ছে।

২০২২ সাল থেকে সাত দফায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পুরস্কার হিসেবে প্রায় ২০ লাখ ইউয়ান বিতরণ করা হয়েছে। শুধু গত বছরই ৯৯ জন কর্মী অংশ নিয়ে মোট ৯৫০ কেজি ওজন কমিয়ে ১০ লাখ ইউয়ান ভাগ করেছেন।

এই প্রতিযোগিতা শুধুমাত্র ওজন কমানো নয়, বরং কর্মীদের দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই আয়োজন করা হচ্ছে।

NB/AHA
আরও পড়ুন