স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটগ্রহণ চলাকালে উঠে আসা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, কোনও পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি, খুব ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে মিডিয়ায় যা দেখেছি, তাতে সব ঠিকঠাকভাবে হচ্ছে বলে মনে হয়েছে।
ডাকসুর পরে জাকসু নির্বাচন এবং এরপর জাতীয় নির্বাচন সামনে রেখে এসব নির্বাচন মডেল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এখানে ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজের অংশ। জাতীয় নির্বাচনকে সরাসরি এর সঙ্গে মেলানো যাবে না। তবে এটি একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে কাজ করছেন, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে সে সুযোগ সবসময় থাকে না।
তিনি আরও বলেন, অনেক বছর পর একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি, এটি সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিনের সভায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
ডাকসু দিয়ে নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু: ফারুকী
ভোট দিয়ে জিতে গেছি: মেঘমল্লার