ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভরাডুবি হয়েছে বিএনপি-সমর্থিত ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩,৮৮৪ ভোট এবং উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদেও জয় পেয়েছেন শিবিরপন্থী প্রার্থী মুহা. মহিউদ্দীন খান, যিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।
ফলাফল ঘোষণার আগে থেকেই ঢাবি ক্যাম্পাস ও আশপাশ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবির ঘনিষ্ঠ বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রিত ছিল।
ভোটের ফলাফল প্রকাশের পর শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একটি ফেসবুক পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশে উদাত্ত আহ্বান জানান, ‘কোথাও কোনো বিজয় মিছিল নয়।’
তার ভাষ্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান।
তিনি আরও বলেন, আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।
নির্বাচনে ছাত্রদলের প্রার্থীরা তীব্র পরাজয়ের মুখে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংগঠনটির দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা, কেন্দ্রীয় নেতৃত্বের অস্পষ্ট কৌশল এবং ক্যাম্পাসে ঘনিষ্ঠ যোগাযোগের অভাবই এই ফলাফলের অন্যতম কারণ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশ। শিবিরপন্থীদের এ ধরনের পরিষ্কার জয় অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও ছাত্রদের মধ্যে তাদের সংগঠিত প্রচার ও সমন্বিত কার্যক্রম এ ফলাফলে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের অভিমত।
ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম
ডাকসু জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন
বিপুল ভোটে বিজয়ী সেই তন্বি
কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা উমামা ফাতেমার