ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মায়ের অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন কণিকার ছেলে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

‘বিগ বস ১৯’-এর ঘরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রী কণিকা সদানন্দের অতীত সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন তার ছেলে আয়ান লাল। তিনি জানিয়েছেন, কণিকার পাঁচ বছর ধরে গায়ক কুমার শানুর সঙ্গে থাকা সম্পর্ক ছিল অত্যন্ত বিষাক্ত।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে কণিকার ব্যক্তিজীবন মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল। জনপ্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। শানুর দাম্পত্য ভাঙনের সময় কণিকা তার মানসিক ও পারিবারিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

কণিকা নিজেই সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, আমি তার কাছে স্ত্রীর মতোই ছিলাম। কুমার শানুকে আমার স্বামী বলে মনে করতাম। তবে সেই সম্পর্ক সুখকর পরিণতি হয়নি।

এ প্রসঙ্গে ছেলে আয়ান লাল বলেন, আমি সেই সম্পর্কের অনেক পরে জন্মেছি। মা এখনও তার শিল্পীসত্তাকে শ্রদ্ধা করেন। এটা প্রেম নয়, এটি শিল্পের প্রতি এক গভীর সম্মান। কিন্তু সম্পর্কটি ছিল অত্যন্ত বিষাক্ত। তিনি আরও জানান, মা কখনও আবেগে অন্ধ হননি, এবং সম্পর্কের এই অভিজ্ঞতা তাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে।

আয়ন জানান, কণিকা সদানন্দ শুধু অভিনেত্রী নন, তিনি একজন সমাজকর্মী এবং প্রশিক্ষিত আইনজীবী। ‘ক্রান্তিবীর’ ও ‘দিলওয়ালে’-র মতো ছবিতে অভিনয় নব্বইয়ের দশকে তাকে পরিচিত করেছে, তবে তার আসল লড়াই শুরু হয় পর্দার বাইরে- নারীর অধিকার রক্ষা, আইনি সচেতনতা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য।

NB/SN
আরও পড়ুন