ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টির বাগড়ায় বিদ্যুৎহীন কেন্দ্র, চার্জার লাইটে ভোটগ্রহণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম

জাকসু ও হল সংসদ নির্বাচনে বড় বাধা হয়েছে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় কয়েকটি কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। আবার কিছু কেন্দ্রে চার্জার লাইট জ্বালিয়ে চলছে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রায় দুই ঘণ্টা ভোটগ্রহণ শুরু হওয়ার পর হঠাৎ করে বৃষ্টি নামে। অল্প কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আবাসিক হলে বিদ্যুৎ চলে যায়।

বিদ্যুৎহীন হলগুলোর মধ্যে রয়েছে ১০ নম্বর ছাত্র হল, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ফজিলতুন্নেছা হল, এ এফ এম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, এবং বীর প্রতীক তারামন বিবি হল।

ক্লোজবাস্তবের প্রভাব পড়েছে ফজিলতুন্নেসা হলে। সেখানে ভোটগ্রহণ নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে হচ্ছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকার নেমে আসে বলে শিক্ষার্থী মারজুকা মাহী উল্লেখ করেন।

অন্যদিকে, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি হলে জেনারেটর চালু করা হয়েছে। ১০ নম্বর ছাত্র হলে প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, তারা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছেন।

AHA
আরও পড়ুন