ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মটোরোলার বাজেট ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

কম বাজেটের স্মার্টফোন বাজারে বড় চমক নিয়ে এলো মটোরোলা। সংস্থার নতুন ফোন মটোরোলা জি৩৫ ফাইভ-জি (Motorola G35 5G) এখন ভারতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) মাত্র ৮,৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে। কম দামে ফাইভ-জি সংযোগ, শক্তিশালী ক্যামেরা ও বড় ব্যাটারির সুবিধা একসঙ্গে দিচ্ছে এই স্মার্টফোন।

অফার

ফ্লিপকার্টে ফোনটি ৮,৯৯৯ রুপিতে তালিকাভুক্ত রয়েছে। তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে মূল্য পরিশোধ করলে মিলবে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক। পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ অফার, যেখানে পুরোনো ফোন বদলালে সর্বাধিক ৭,৮৫০ রুপি পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। ফোনটি বাজারে এসেছে তিনটি রঙে- গুয়াভা লাল, লিফ সবুজ এবং মধ্যরাত কালো।

মটোরোলা জি৩৫ ফাইভ-জি-এর প্রধান বৈশিষ্ট্য

  • ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ পর্দা, ১২০ হার্জ রিফ্রেশ রেট

ক্যামেরা

  • পিছনে: ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা + ৮ মেগাপিক্সেল সহায়ক সেন্সর
  • সামনে: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • প্রসেসর: টি৭৬০ চিপসেট- দৈনন্দিন ব্যবহার ও হালকা গেমের জন্য যথেষ্ট
  • ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh), দ্রুত চার্জ সুবিধাসহ
  • সংযোগ: পূর্ণাঙ্গ ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট

মাত্র ৮,৯৯৯ রুপিতে ব্যবহারকারীরা পাচ্ছেন ফাইভ-জি সুবিধা, ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি- যা বাজেট স্মার্টফোন বাজারে দারুণ প্রতিযোগিতা তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে, যারা ভবিষ্যৎ উপযোগী কিন্তু কম দামের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য মটোরোলা জি৩৫ ফাইভ-জি হতে পারে সেরা পছন্দ।

NB/FJ
আরও পড়ুন