ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাকসু নির্বাচন নিয়ে কুদ্দুস বয়াতির পোস্ট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। তবে ভোটের ফল প্রকাশে দেখা দেয় বিরল ধীরগতি। প্রায় ৪৫ ঘণ্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভোট গণনা শেষ হয়।

ফলাফল প্রকাশে এতো দীর্ঘ সময় নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন। জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি এ নিয়ে ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় আসেন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিষেই, আর ১১ হাজার ভোট গুনতে ৩ দিন!

Kuddus Boyati

তার এই মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মন্তব্য ও শেয়ার ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। পোস্টটির নিচে অনেকে তাদের ক্ষোভ, হতাশা ও ব্যঙ্গ প্রকাশ করেছেন।

আতিকুল হাসান নামে একজন মন্তব্য করেন, নির্বাচন কমিশন আছে ঝামেলায়। কার মন রাখবে বিএনপি নাকি জামায়াত?

আরেকজন লিখেছেন, ছাত্রলীগ-ছাত্রশিবির মিলে যেভাবে শিবিরকে জয় করায়, আমার মনে হয় জাতীয় নির্বাচনও যদি এমন হয়, জামায়াত সরকার গঠন করে ফেলবে!

সাকোর আহম্মেদ নামের একজন রসিকতা করে লেখেন, অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন!

DR/SN
আরও পড়ুন