ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চীনা নাগরিকদের ওপর নাসার নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এতে বৈধ ভিসা থাকলেও চীনা নাগরিকরা নাসার কোন কর্মসূচিতে কাজ করতে পারবেন না।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসাধারী চীনা নাগরিকরা নাসার কোনো স্থাপনা, গবেষণা প্রকল্প বা অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন না।

নাসার প্রেস সচিব বেথানি স্টিভেন্স নিশ্চিত করেছেন, সংস্থাটি নিরাপত্তা ঝুঁকি সীমিত করতে ‘অভ্যন্তরীণ ব্যবস্থা’ নিয়েছে। সংবেদনশীল কার্যক্রম রক্ষায় এ ধরনের পদক্ষেপ জরুরি ছিল।

জানা গেছে, নাসায় ঠিকাদার বা গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থী হিসেবে কাজ করা চীনা নাগরিকরা গত ৫ সেপ্টেম্বর জানতে পারেন, তারা আর নাসার সিস্টেম ও সুযোগ-সুবিধায় প্রবেশ করতে পারবেন না। অনেকেই হঠাৎ করেই ডিজিটাল সিস্টেম থেকে লগ আউট হয়ে যান এবং প্রকল্প-সংক্রান্ত ভার্চুয়াল ও সরাসরি বৈঠকে অংশগ্রহণ থেকেও নিষিদ্ধ হন।

এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চীনা নাগরিকদের ওপর বাড়তি নজরদারির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক বছরে চীনা কমিউনিস্ট সরকারের সঙ্গে যুক্ত একাধিক গুপ্তচরবৃত্তির ঘটনা ধরা পড়েছে।

চীনের দ্রুতগতির মহাকাশ কর্মসূচি যুক্তরাষ্ট্রকে শঙ্কিত করে তুলেছে। ফক্স বিজনেসের ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‌‌‘দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতায়’ নেতৃত্ব দিতে হবে। তাঁর মতে, চীনের চন্দ্রাভিযান শান্তিপূর্ণ গবেষণার চেয়ে সামরিক উদ্দেশ্যেই বেশি প্রণোদিত।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। স্পেস ফোর্সের প্রধান জেনারেল বি. চান্স সাল্টজম্যান সম্প্রতি বলেছেন, চীনের মহাকাশ কর্মসূচি সরাসরি তাদের সামরিক কৌশলের সঙ্গে যুক্ত।

চীন ইতোমধ্যে মহাকাশ অভিযানে গতি বাড়িয়েছে। আগস্টে তারা লং মার্চ-১০ চন্দ্র রকেটের সফল পরীক্ষা চালিয়েছে এবং দশকের শেষ নাগাদ নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। সূত্র: ব্লুমবার্গ 

NB/SN
আরও পড়ুন