গত ১২ সেপ্টেম্বর, ভোরবেলা। তখন সবাই ঘুমে আচ্ছন্ন। এমন সময়ই রুদ্ধশ্বাস এক ঘটনা ঘটে যায় ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে। বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে মোটরসাইকেলে এসে গুলি চালায় দুই বন্দুকধারী। আর ভয়াবহ এ দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা এখন ভাইরাল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে থামে। পেছনের ব্যক্তি বন্দুক বের করে একাধিক গুলি চালায়। দুটি গুলি আকাশে ছোড়া হয়। যা হুঁশিয়ারি ছিল। তারপরই মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ পরিবেশকে আরও আকঙ্কিত করে তোলে।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের লক্ষ্য ছিল অভিনেত্রী দিশার বাবা জগদীশ পাটানি। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। দুর্বৃত্তরা গুলি ছোড়ার সময় অভিনেত্রীর বাবা ব্যালকনির একটি পিলারের আড়ালে লুকিয়ে কোনোমতে নিজেকে রক্ষা করেন।
এদিকে দিশার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাকে ধর্মীয় উত্তেজনা বলা হয়েছে প্রতিবেদনে। অভিনেত্রীর পরিবার হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধচার্য মহারাজ সম্পর্কে যে মন্তব্য করেছিল, সেখান থেকেই মূলত ক্ষোভের সৃষ্টি বলে ধারণা করা হচ্ছে। রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার দায় স্বীকার করেছেন। পোস্টে শুধু অপরাধী নয়, ধর্মীয় আবেগ ও গ্যাং রাজনীতির জটিলতাও উপস্থাপন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজিয়াবাদের ট্রোনিকা সিটিতে যৌথ অভিযান চালানো হয়। এতে জড়িত দুই ব্যক্তি রবীন্দ্র ওরফে কালু ও অরুণ পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যায়। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল থেকেই শনাক্ত করা হয় তাদের।
দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স ও হরিয়ানা এসটিএফের যৌথ অভিযানে এই এনকাউন্টার হয়। পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয়।
রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি