ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শারদীয় দুর্গাপূজা: ফটিকছড়িতে প্রস্তুত হচ্ছে ১২৭ মণ্ডপ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

শারদীয় দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি। ফলে চট্টগ্রামের ফটিকছড়িতে ১২৭টি পূজা মণ্ডপে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, ফটিকছড়ি থানায় ৭৪টি ও ভূজপুর থানায় ৫৩টি মণ্ডপ রয়েছে। উপজেলার ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের বিভিন্ন মন্দির ও মণ্ডপে এখন শিল্পী, কারিগর ও আয়োজকদের ব্যস্ততা তুঙ্গে।

ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী বলেন, এবার ফটিকছড়িতে মোট ১২৭টি পূজা মণ্ডপের প্রস্তুতি চলছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করছি। সবাই নির্ভয়ে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথ বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা আমাদের পূর্ণ সহযোগিতা ও নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভূজপুর থানার ওসি মাহাবুব আলমও একই ধরনের প্রস্তুতির কথা জানান।

উপজেলার কৃতি প্রতিমাশিল্পীরা জানান, এবারের পূজায় নতুন নকশার প্রতিমা তৈরির চেষ্টা করেছি। সময়ের আগেই প্রতিমা তৈরি শেষ করতে দিন-রাত কাজ চলছে।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপির সদস্যরা মোতায়েন থাকবে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ধর্মীয় সম্প্রীতির আবহে উপজেলার হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পূজায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফটিকছড়ির কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব সারোয়ার আলমগীর  বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সানন্দে ও নির্ভয়ে উদযাপনের জন্য একটি সেল ও ৫টি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। আমাদের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা নিরলসভাবে সহযোগিতা করবে।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু বলেন, প্রতি বছরের মতো এ বছরও ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে বলে আশা করছি। এ বছর আমাদের দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে থেকে সহায়তা করবে।

এদিকে শারদীয় দুর্গা পূজার সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন বাবু ধনঞ্জয় দেবনাথ, বাবু এড. মিহির দে, বাবু সঞ্জয় ধর, বাবু মানস চক্রবর্তী, ডা. পরিতোষ ভট্টাচার্য, রূপক দে, ডা. প্রকাশ কান্তি দে, বাবু লিটন মহাজন, বাবু অজিত দে (সুজন), উজ্জ্বল নাথ, আকাশ চৌধুরী (নান্টু), উজ্জ্বল শীল, বাবু বিপ্লব খাস্তগীর, বাবু  প্রভাষ দে, বাবলা দেসহ সনাতন সংগঠনের নেতারা।

NJ
আরও পড়ুন