চাঁদে নিজের নাম পাঠানোর বিরল সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। কোনো অর্থ খরচ ছাড়াই নাসার পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস-২ এর মাধ্যমে এই সুযোগ পাচ্ছেন বিশ্ববাসী।
নাসা জানিয়েছে, প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো মানববাহী অভিযান পরিচালনা করতে যাচ্ছে তারা। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ‘ওরিয়ন’ মহাকাশযান চার নভোচারীকে নিয়ে চাঁদের কক্ষপথে যাবে। এ সময় মহাকাশযানে যুক্ত থাকবে একটি বিশেষ মেমোরি কার্ড, যেখানে সংরক্ষিত থাকবে বিশ্বের লাখো মানুষের নাম।

যদিও এই মিশনে নভোচারীদের চাঁদের মাটিতে অবতরণ করার পরিকল্পনা নেই, তবে এটি ভবিষ্যতের আর্টেমিস-৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। আর্টেমিস-৩ মিশনেই নভোচারীরা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবেন।

নাসা জানিয়েছে, আর্টেমিস-২ মিশনে নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া খুবই সহজ। এ জন্য নাসার ওয়েবসাইটে প্রবেশ করে নাম, ই-মেইল ঠিকানা এবং ভাষা (ইংরেজি বা স্প্যানিশ) লিখতে হবে। ফরম জমা দিলে একটি স্বতন্ত্র ডিজিটাল বোর্ডিং পাস পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। নিবন্ধিত নামগুলো চিপে সংরক্ষণ করে চাঁদে নিয়ে যাওয়া হবে।
২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। এর মাধ্যমে যে কোনো বয়সের ও যে কোনো দেশের মানুষ প্রতীকীভাবে নাসার চন্দ্রাভিযানের অংশ হতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, যা বলছেন বিজ্ঞানীরা
কাল ১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ