ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসিনার অপশাসনের ঘটনাগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত : গয়েশ্বর রায়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম

হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার দীর্ঘ অপশাসনের ঘটনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই পদ্ধতি দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। নারীদের কুসংস্কার ভেঙে রাজনীতিতে আসার পথ খুলে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নারীদের ক্ষমতায়নের রূপকার।

সমাবেশে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, পিআরের দাবি তুলে যেসব দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, জনগণ তাদের কোনো সুযোগ দেবে না।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে ঢাকা জেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা খন্দকার ও সাংগঠনিক সম্পাদিকা নার্গিস হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

HN
আরও পড়ুন