ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যা ও বিভ্রান্তিকর: জামায়াত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর জামায়াত চাপ সৃষ্টি করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসাপরায়ণ’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি জানান, ভারতের কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা তাদের দৃষ্টিগোচর হয়েছে।

‘এ ধরনের অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসামূলক বক্তব্য মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ দিয়েছেন- তা বিশ্বাস করাই কঠিন,’—বিবৃতিতে বলেন জামায়াত নেতা।

তিনি আরও বলেন, ‘এই বক্তব্যের সঙ্গে সত্য বা রাজনৈতিক শিষ্টাচারের কোনো মিল নেই। যদি সত্যিই তিনি এ বক্তব্য দিয়ে থাকেন, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে বলতে চাই- বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপির কাছে কোনো আসন চাওয়া হয়নি। তিনি যদি এ বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে তার উচিত জনগণের সামনে দুঃখ প্রকাশ করা।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমাদের দল স্বাভাবিক নিয়মেই তার নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে আমাদের বর্তমান সময়ে কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর রাজনীতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ ভাষা ব্যবহার করে তিনি আমাদের সংগঠনের মর্যাদাকে অবমূল্যায়ন করেছেন। এ বক্তব্যের বিচার আমরা জনগণের আদালতের ওপর ছেড়ে দিচ্ছি।’

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

MMS
আরও পড়ুন