বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বৈধ প্রার্থীদের তালিকা। সোমবার রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জুবায়েদ হাসান জানান, জমা পড়া ৫১টি মনোনয়নের মধ্যে ৪৮টি বৈধ হিসেবে গৃহীত হয়েছে। আর ৩টি মনোনয়ন বাতিল করা হয়েছে নানা ত্রুটির কারণে।
ঢাকা বিভাগের প্রার্থী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।
এছাড়া চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নও বাতিল হয়েছে। স্বাক্ষরের অমিল ও নথিগত অসঙ্গতির কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
প্রক্রিয়ায় ইতোমধ্যেই কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, খুলনা থেকে জুলফিকার আলী খান ও আব্দুর রাজ্জাকের নাম যুক্ত হয়েছে সম্ভাব্য বিজয়ীর তালিকায়। ঢাকা বিভাগের বুলবুল-ফাহিমও এখন সেই কাতারে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল করতে পারবেন। শুনানি হবে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। আর ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। একইদিন বিকেল ২টায় প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে বৈধ হয়েছে ২২টি। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে আসা ৩০টি মনোনয়ন ও ক্যাটাগরি–৩ এর ৩টি মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে এখন নির্বাচনী দৌড়ে আছেন ৪৮ প্রার্থী। তবে আপিল প্রক্রিয়া শেষে এই সংখ্যা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
