রাজধানীর মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় এই দুর্ঘটনা।
মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, অলিউর ফেনীর পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি ফকিরাপুল ১ নাম্বার গলিতে ভাড়া বাসায় থাকতেন। ইন্টারনেট সরবরাহকারী একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।
অলিউরের সহকর্মী মো. সুমন জানান, দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন অলিউর। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু