বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়া উদ্দিন হায়দার ঝালকাঠির নলছিটিতে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় করেন। পরে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের কল্যাণে এবং স্বাধীন সাংবাদিকতায় বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
ড. জিয়া উদ্দিন হায়দার আরও বলেন, অনেক সাংবাদিক বিগত সরকারের আমলে নির্যাতন, গুম ও খুন হয়েছে এবং অনেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছে। তিনি সাংবাদিকদের বেতন বৃদ্ধিসহ তাদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে দুপুরে তিনি রানাপাশায় শহীদ নাঈম ও মল্লিকপুরে শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত শেষে আত্মীয় স্বজনদের সাথে মতবিনিময় করেন।
বিকেলে নলছিটি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি জ্ঞাননির্ভর ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে। আগেই উন্নয়নের রাজনীতি হওয়া উচিত ছিল। বিগত সরকার সেটা করেনি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপি স্বাস্থ্য খাতে পরিবর্তন এনেছে। আমরা আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা দিতে যা যা করণীয় করবো। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আমাদের নেতা তারেক রহমান জ্ঞাননির্ভর রাজনীতি এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৩১ দফা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।”
এ সময় উপস্থিত ছিলেন- শিশু বিশেষজ্ঞ ডাক্তার এসএম খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম কামরুল ইসলাম সবুর, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, অ্যাডভোকেট আনিসুর রহমান খান।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তালুকদার কামাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, রেজাউল করিম বাবু, আনোয়ার হোসেন চুন্নু, জাহিদুর ইসলামসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও শিক্ষক, সুধীজন, ইমাম-পুরোহিত, ব্যবসায়ী, বিভিন্ন পূজামণ্ডপের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দপুরে পৌর মেয়রের পূজামণ্ডপ পরিদর্শন
ডোমারে ডিসি-এসপির পূজামণ্ডপ পরিদর্শন