ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০১:৫২ এএম

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এবার আগামী ১৭ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গী চিত্রনায়ক আমিন খান।

‘ডাইরেক্ট অ্যাটাক’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।

পপি-আমিন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। 

উল্লেখ্য, ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন চিত্রনায়িকা পপি। হয়েছেন সংসারী। এরপর আর নতুন করে কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি এই নায়িকা। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’ দর্শকদের জন্য তার শেষ উপহার হয়ে থাকছে।

HN
আরও পড়ুন