ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিসিবি নির্বাচনে সঙ্কট, সরে দাঁড়ালেন তামিমসহ ১৫ প্রার্থী

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা বাতিলের শেষ দিনে কঠিন সিদ্ধান্ত নিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকাল দশটার দিকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে হাজির হয়ে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। গুঞ্জন ছিল, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, শেষ পর্যন্ত সেটিই সত্য হয়।

তামিম ইকবালের পাশাপাশি আরও ১৪ জন প্রার্থীও শেষ দিনে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম, রফিকুল ইসলাম বাবুর মতো আলোচিত হেভিওয়েট প্রার্থী। এছাড়াও সরে দাঁড়িয়েছেন মীর হেলাল (ক্যাটাগরি ১), মাসুদুজ্জামান, সিরাজউদ্দিন আলমগীর (ক্যাটাগরি ৩), আসিফ রব্বানী, মীর্জা ইয়াসির আব্বাস, সাব্বির রুবেল, সাইফুল ইসলাম শপু, নাজমুস সাকিব, ফাহিম সিনহা ও ওমর শরীফ মোহাম্মদ ইমরান।

প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল আজ দুপুর ১২টা পর্যন্ত, আর বিকেল ২টায় ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। ফলে শেষ দিনে একযোগে ১৫ প্রার্থীর সরে দাঁড়ানোয় নির্বাচনী মাঠের সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে।

তামিমের সরে দাঁড়ানোকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বিতর্কিত ১৫টি ক্লাব। ম্যাচ না খেলেই তৃতীয় বিভাগ অতিক্রম করা এসব ক্লাবের বৈধতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। দুর্নীতি দমন কমিশনের তদন্তে অনিয়মের সত্যতা মেলায় প্রথমে তাদের ভোটাধিকার বাতিল হয়। কিন্তু পরে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আবার ভোটার তালিকায় যুক্ত করা হয়।

তবে গতকাল হাইকোর্টের এক আদেশে আবারও অনিশ্চয়তা তৈরি হয়। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের শুনানি নিয়ে আদালত এসব ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন। এই রায়ের পর থেকেই গুঞ্জন ওঠে যে, তামিম প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন।

আগামী ৬ অক্টোবরের নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরপর তারাই ভোট দিয়ে ঠিক করবেন বোর্ডের নতুন সভাপতি। কিন্তু শেষ দিনে তামিমসহ ১৫ জন প্রার্থীর সরে দাঁড়ানোয় নির্বাচনের চিত্র নাটকীয়ভাবে বদলে গেছে। এখন সবার দৃষ্টি ৬ অক্টোবরের দিকে, যেখানে বোর্ডের ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা নির্ধারিত হবে।

AHA
আরও পড়ুন