ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুসলমান কি পূজা দেখতে যেতে পারবে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম

বাংলাদেশের বহুধর্মীয় সমাজে প্রতিবার পূজা-পার্বণের সময় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয় মুসলমান কি পূজায় যেতে পারে? ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে ‘না’। কারণ এটি একক তাওহিদবাদের (এক আল্লাহর এককত্বে বিশ্বাস) মৌলিক নীতির সঙ্গে সংঘর্ষপূর্ণ।

বিশেষজ্ঞরা জানান, পূজামণ্ডপ হলো সেই স্থান যেখানে প্রকাশ্যে শিরক সংঘটিত হয়। একজন মুসলমান সেখানে উপস্থিত হলে সে শিরককে প্রত্যক্ষ করছে এবং ইসলামের নীতিতে এটি চরম অন্যায়। কুরআন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যেখানে আল্লাহর সঙ্গে শিরক হয়, সেখানে বসা মানে নিজেকে তাদের অন্তর্ভুক্ত করা (সূরা আন‘আম: ৬৮)।

রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য রাখে, সে তাদেরই একজন। পূজামণ্ডপে দাঁড়ানো, হাসিমুখে অংশ নেওয়া বা সামান্য সৌজন্য প্রদর্শন করাও ইসলামের দৃষ্টিতে সাদৃশ্যের অন্তর্ভুক্ত, যা মুসলমানকে আখিরাতের দণ্ডের দিকে টেনে নিতে পারে।

ইমাম ইবনে তাইমিয়াহ (রহ.) লিখেছেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমানের অংশগ্রহণ শুধু হারাম নয়, বরং এটি ঈমান ও আকিদার স্বকীয়তা ধ্বংসের শামিল। তাই কেউ যদি মনে করেন ‘আমি শুধু সৌজন্যের জন্য যাচ্ছি, পূজা করছি না’, এটি আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়।

তবে ইসলামের অন্য একটি নির্দেশ পরিষ্কার অপর ধর্মের অনুসারীদের সঙ্গে সদাচরণ ও ন্যায়বিচার করা। কুরআনে বলা হয়েছে, ‘তোমরা তাদের সঙ্গে সদাচরণ করবে এবং ন্যায়বিচার করবে। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন’(সূরা মুমতাহিনা: ৮)। এখানে সামাজিক সম্পর্কের অনুমতি দেওয়া হয়েছে, ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার অনুমতি নয়।

ইসলামের নীতি অনুযায়ী, মুসলমানের জন্য পূজামণ্ডপে অংশ নেওয়া, সমর্থন করা বা উৎসবকে নিজের উৎসব মনে করা হারাম, কারণ এটি আকিদার জন্য ভয়াবহ হুমকি। এক মুসলমানের পরিচয় তার আকিদায়, যা ক্ষুদ্রতমভাবে ক্ষতিগ্রস্ত হলে পুরো ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার কারণে যদি মুসলমানকে অন্য ধর্মের অনুসারীদের অধিকার রক্ষার্থে সেখানে থাকতে হয়, সেক্ষেত্রে উপস্থিতি অনুমোদনযোগ্য, তবে কোনো অবস্থাতেই শিরকি আকিদা বা সমর্থন সূচক কোনো আচরণ করা যাবে না, বরং সদিচ্ছার সঙ্গে দাওয়াত ও ঈমান রক্ষার মনোভাব থাকা জরুরি।

ইসলামের দৃষ্টিতে মুসলমানদের পূজা জাতীয় অনুষ্ঠান, মূর্তিপূজা বা অন্য ধর্মীয় উৎসবে অংশ নেওয়া সম্পূর্ণ হারাম, তবে সামাজিক সদাচরণ ও ন্যায়বিচার বজায় রাখা ইসলামের পূর্ণ সমর্থিত অংশ।

NB/SN
আরও পড়ুন