দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজন করা হতে পারে।
ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে সভায় বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এ সভায় পরীক্ষার তারিখ ছাড়াও আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী সপ্তাহে আমাদের একটি সভা রয়েছে। সভার তারিখ চূড়ান্ত হয়নি। এই সভাতেই মূলত ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বঘোষণার কারণে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে নিয়ে আসার প্রস্তাব এসেছে। এ নিয়ে আলোচনাও এগিয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তারিখ চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের শিডিউল আছে। এ জন্য ভর্তি পরীক্ষা এগিয়ে এনে ডিসেম্বরে নেওয়ার চিন্তা করছি। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা অনেক কিছুর উপর নির্ভর করবে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষা হয়তো এ বছরেই হয়ে যাবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে যা জানা গেলো 