ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে  কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ২৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৩ জন। এ নিয়ে চলতি বছর ৪৮ হাজার ৪৯১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে ২০২ জনের মৃত্যু হয়েছে।

এবছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের। অক্টোবরের তিন দিনে হাসপাতালে ভর্তি হলেন ১ হাজার ১৪৯ জন; আর মৃত্যু হয়েছে চারজনের।

LH/FJ
আরও পড়ুন