তদন্তে একের পর এক নতুন তথ্য যেন বলিউড গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গার্গের মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে। গায়কের আকস্মিক মৃত্যু নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সে প্রশ্নের জন্ম দিচ্ছে একাধিক তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ।
শুক্রবার (৩ অক্টোবর) ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজছে আসামের পুলিশ। গায়কের মৃত্যুর তদন্ত শুরু হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনের নাম তালিকাভুক্ত করেন তদন্তকারীরা।
জানা যায়, প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে সন্তুষ্টজনক উত্তর না পাওয়ায় প্রথমে আসাম পুলিশ গত ১ অক্টোবর জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকনু মহন্তকে গ্রেপ্তার করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) জুবিন গার্গের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার জেরে গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করা হয়। ৬ দিন ধরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এখন পর্যন্ত গায়কের মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন তথ্য অনুযায়ী, আসামের পুলিশি বিশেষ তদন্তকারী দল (SIT) ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে। উদ্ধার প্রমাণ সংগ্রহের জন্য তাদের একটি দল শিগগিরই সিঙ্গাপুরে যাত্রা করবে। সিঙ্গাপুরে তদন্ত অভিযানে ভারত সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতার জন্য মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটিও (MLAT) প্রয়োগ করা হবে।
এ প্রসঙ্গে SIT-এর প্রধান মুন্না প্রসাদ গুপ্তা বলেন, সিঙ্গাপুরে মৃত্যুর সময় উপস্থিত জুবিনের চাচাতো ভাই ডেপুটি এসপি সন্দীপান গর্গকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের তদন্ত এখনো চলছে। সামনে আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জুবিন গার্গের মৃত্যুর আগ মুহূর্তের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যায়, ১০-১২ জনের সামনে কয়েকজন লাইফ জ্যাকেট পরে পানিতে সাঁতার কাটছিলেন। এ সময় গর্গকেও দেখা যায়, লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে।
ভিডিওতে আরও দেখা যায়, কিছুক্ষণ পর পানি থেকে ওপরে উঠে লাইফ জ্যাকেট খুলে ফেলেন গর্গ। এরপর আবার পানিতে সাঁতার কাটতে শুরু করেন। তখনই পানিতে ডুবে মৃত্যু হয় গায়কের।
আইনজীবী এনজি কাই লিং বলছেন, ডুবে যাওয়ার আগে জুবিন গার্গের সঙ্গে কী ঘটেছিল, সেটা জানা প্রয়োজন। এটি দুর্ঘটনা না হত্যা তার সঠিক তথ্য জানা জরুরী। তাই তদন্ত চলমান রাখা যেতে পারে।
গত ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান জুবিন গার্গ। তার মৃত্যুর কারণ হিসেবে প্রথমে জানানো হয় সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। তবে গায়কের ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট লেখা, জুবিন গার্গের মৃত্যুর কারণ ‘ডুবে যাওয়া’। মৃত্যু ঠিক আগ মুহূর্তে কী এমন ঘটেছিল, যার কারণে লাইফ জ্যাকেট খুলে পানিতে সাঁতার কাটতে গিয়েছিলেন গায়ক। সে সত্য জানতেই অভিযানে নেমেছেন আসাম পুলিশ।
মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন আহমেদ রফিক: উদীচী
সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মীকে গ্রেপ্তার
জুবিনের মৃত্যুর যে কারণ লেখা আছে ডেথ সার্টিফিকেটে
গায়ক জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর