ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আকাশপ্রেমীদের জন্য দারুণ খবর দিলেন বিজ্ঞানীরা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম

আকাশপ্রেমীদের জন্য একটি দারুণ খবর আছে। এই অক্টোবর মাসে রাতের আকাশে দেখা যেতে পারে এক বিরল মহাজাগতিক উৎসব। একই রাতে আকাশে দেখা যেতে পারে দুটি উজ্জ্বল ধূমকেতু আর উল্কাবৃষ্টি।

সম্প্রতি সূর্যের কাছে নতুন ধূমকেতু ‘কমেট সি/২০২৫ আর২’ (সোয়ান আর২) দেখা গেছে। এটি প্রায় ২২ হাজার বছর পর সূর্যের কাছে এসেছে এবং ২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। ধূমকেতুটির লেজ অনেক লম্বা। বিজ্ঞানীরা আশা করছেন, খালি চোখেই এটি দেখা যাবে।

একই সময়ে আরেকটি ধূমকেতু ‘কমেট সি/২০২৫ এ৬’ (লেমন)-ও পৃথিবীর কাছে আসবে। এটিও খালি চোখে দেখা যেতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।

এর পাশাপাশি ২০ ও ২১ অক্টোবর রাতজুড়ে আকাশে হবে ওরিয়নিড উল্কাবৃষ্টি, যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ২০টি উল্কা দেখা যাবে। বিশেষ সুবিধা হলো, ২১ অক্টোবর থাকবে অমাবস্যা, ফলে আকাশ একেবারেই অন্ধকার থাকবে।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ধূমকেতু অনিশ্চিত স্বভাবের—সূর্যের তাপে ভেঙেও যেতে পারে। তা সত্ত্বেও ২০ থেকে ২৩ অক্টোবর হবে এই মহাজাগতিক দৃশ্য দেখার সেরা সময়।

এর আগে ২০২০ সালে নিওওয়াইজ ধূমকেতু খালি চোখে দেখা গিয়েছিল। এবারও তেমনই এক বিরল সুযোগ অপেক্ষা করছে।

সূত্র: স্পেস ডটকম

AHA
আরও পড়ুন