ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আন্দোলনকারীদের দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।
শুক্রবার (৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ‘জেন-জি’ নামে পরিচিত তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন এখন রাজধানী আনতানানারিভো ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে।
আন্দোলনকারীরা অভিযোগ করছেন, প্রেসিডেন্ট রাজোয়েলিনা সাধারণ জনগণের মৌলিক চাহিদা বিশেষ করে পানি ও বিদ্যুৎ নিরাপদভাবে সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাদের আন্দোলনের মূল দাবি হচ্ছে প্রেসিডেন্টের পদত্যাগ।
জাতিসংঘের তথ্যমতে, ২৫ সেপ্টেম্বর থেকে চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। শুক্রবার রাজধানীতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। আন্দোলনের চিত্র সম্প্রচার করেছে দেশটির স্থানীয় চ্যানেল ‘রিয়েল টিভি মাদাগাস্কার’।
এক ফেসবুক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, ‘জাতি ধ্বংস হলে কারও উপকার হবে না। আমি এখানে আছি, আমি শোনার জন্য প্রস্তুত, সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত এবং মাদাগাস্কারের সমস্যার সমাধান করতে চাই।’
তিনি অভিযোগ করেন, কিছু রাজনীতিক নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় অভ্যুত্থানের পরিকল্পনা করছিলেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
প্রেসিডেন্টের বক্তব্যকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ‘জেন-জি’ আন্দোলনের নেতারা। তারা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না এলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। রাজধানীর পাশাপাশি মাহাজাঙ্গা, তোইলারা ও ফিয়ানারান্টসোয়াসহ বিভিন্ন শহরে আন্দোলনের বিস্তার ঘটছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ২০২২ সালে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছিল। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এ অবস্থার উন্নয়ন হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট রাজোয়েলিনা গত সোমবার সরকার ভেঙে দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানান।
এদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাসাতা রাফারাভাভিতাফিকা দাবি করেছেন, মাদাগাস্কার বর্তমানে ‘বড় ধরনের সাইবার হামলা’ ও ‘টার্গেটেড ডিজিটাল প্রোপাগান্ডা’র শিকার। তার ভাষ্যমতে, এই হামলা বিদেশ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চালানো হচ্ছে।
২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে রাজধানী আনতানানারিভোর তৎকালীন মেয়র রাজোয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৩ সালে নির্বাচনে না দাঁড়ালেও, তিনি ২০১৮ ও ২০২৩ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
‘জেন জি’ বিক্ষোভে মাদাগাস্কারে সরকার পতন
ইউরোপকে খোঁচা দিলেন পুতিন