ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হিজাব পরে মসজিদে গেলেন দীপিকা পাডুকোন 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১২ এএম

সম্প্রতি আবারো আলোচনার কেন্দ্রে বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। তবে এবার সিনেমা নয়, বিতর্কে তারা জড়িয়েছেন আবুধাবি সফরের একটি ভিডিও ঘিরে। 

ওই ভিডিওতে দীপিকাকে হিজাব পরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করতে দেখা যায়, আর রণবীরের মুখে ছিল ঘন দাড়ি। এই ভিন্ন লুক নিয়েই শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও বিতর্ক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এটি মূলত আবুধাবি পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি প্রমোশনাল ভিডিও। বিজ্ঞাপনটির মাধ্যমে দুজনে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যকে তুলে ধরেন। এর অংশ হিসেবেই হিজাব পরেন দীপিকা, সম্মান জানাতে শেখ জায়েদ মসজিদ পরিদর্শনের সময়।

মেয়ে হওয়ার পর এই প্রথমবার একসঙ্গে কোনো পেশাদার প্রজেক্টে অংশ নেন এই দম্পতি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ দীপিকার হিজাব পরাকে 'সনাতন ধর্মের অবমাননা' বলে দাবি করে। কেউ কেউ প্রশ্ন তোলেন দীপিকার ধর্মীয় অবস্থান নিয়েও। তাদের কারও মন্তব্য, ‘হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।’ কেউ বা আবার দীপিকাকে ‘দুমুখো’ বলেও কটাক্ষ করেন।

তবে পাল্টা জবাব দিতে ভোলেননি দীপিকা ও রণবীরের ভক্তরাও। তাদের যুক্তি, যখন বিদেশিরা আমাদের মন্দিরে যান, তখন তারাও তো সঠিক পোশাক পরে প্রবেশ করেন। দীপিকা সেই একই সম্মান দেখিয়েছেন। এতে অযথা বিতর্ক করার কী আছে?

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মাঝেই ক্যারিয়ারেও চলছে ভিন্ন রকম চাপ। গত দুই বছরে রণবীর সিংয়ের হাতে নেই উল্লেখযোগ্য কোনো প্রজেক্ট। দীপিকাও সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন বলে গুঞ্জন রয়েছে।

HN
আরও পড়ুন