ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে কিশোরী অপহরণ, অভিযুক্ত যুবক আটক 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১১ এএম

কক্সবাজারে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোরশেদ (২৪) নামে এক যুবককে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ । এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

 বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে প্রধান অভিযুক্ত মোরশেদকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোরশেদ রামু উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রামু থেকে কিশোরীকে কৌশলে অপহরণ করে কক্সবাজার সৈকত এলাকায় নিয়ে যায় মোরশেদ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।

পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশ তদন্তে নামে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, নাবালিকাকে অপহরণের অভিযোগে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। এঘটনায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে রামু থানায় মামলায় দায়ের করা হয়েছে ।

তিনি আরো বলেন, আমরা নাবালিকা, নারী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোরশেদ এর আগেও এলাকায় নানান অপকর্মে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

HN
আরও পড়ুন