ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৮ টার দিকে দেশটির মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর আশঙ্কা করা হচ্ছে আফটারশক বা পরাঘাতের, যা ক্ষয়ক্ষতি আরও বাড়াতে পারে। উপকূলীয় এলাকা থেকে জনসাধারণকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।
আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।
এই ঘটনায় এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা গেছে এবং আতঙ্কে সব মানুষ রাস্তায় নেমে আসে।
উল্লেখ্য, গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছিল এবং অনেকে আহত হন। পরপর দুটি বড় ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
