ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ. লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৭ এএম

ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মরদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর টাউন হল সংলগ্ন নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ৯৯৯- নম্বরে কল পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কেকার মেয়ে দিতান জানান, ‘বিকেলে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। রাত ১০টা বাজলেও কোন সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা খুলে গিয়ে দেখতে পান তার মা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে বিষয়টি অবগত করেন। তবে তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তার হার্টে রিং পড়ানো হয়েছিল।

নিহত কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। কেকা অভ্যুত্থান পরবর্তী তিনটি মামলার আসামি ছিলেন। তার রহস্যজনক মৃত্যু ঘিরে নগরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

AHA
আরও পড়ুন