বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৫) নামের বৃদ্ধাকে হত্যা করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে হেমচাঁদ পোদ্দার হিমু নামের এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিমলা উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লার মৃত রাধেশ্যাম পোদ্দারের মেয়ে এবং হেমচাঁদের বোন।
ক্ষতিগ্রস্ত হেমচাঁদ পোদ্দার হিমু জানান, তারা দুই ভাই ও ৩ বোনসহ মোট ৫ জন এ বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৭ জনের এক ডাকাতের দল মুখে মুখোশ পড়ে বাড়ির পেছন দিক থেকে ভেতরে প্রবেশ করে ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলতেই ডাকাত সদস্যরা তাকেসহ তার ভাই ও বোনদের বেধরক পিটিয়ে আহত করে।
এ সময় তার বোন বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে হত্যা করে। পরে বাধ্য হয়ে সিন্দুকের চাবি ডাকাতদের দিলে তারা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে আনুমানিক ৩/৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যা ও ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর পৃথক স্থানে দুর্ধর্ষ ডাকাতি