জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে তিন দফা দাবি নিয়ে অবস্থানরত জুলাইযোদ্ধাদের সঙ্গে পুলিশের তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন জুলাইযোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ।
মাসুদ রানা সৌরভ জানান, হামলার প্রতিবাদে এবং তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। তিনি কর্মসূচিতে সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করেছেন।
মাসুদ রানা সৌরভ অভিযোগ করেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় তাদের ন্যায্য দাবি (বিশেষ করে আলী রীয়াজ স্যার যে আইনি নিরাপত্তার কথা বলেছিলেন) সংযোজিত না হওয়ায় তারা সংসদ ভবনের গেটে অবস্থান নেন। তিনি বলেন, সাড়ে ১০টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করার পরও সরকার আলোচনায় আসেনি।
তিনি দাবি করেন, সকাল ১০টা ৩৫ মিনিটে তারা মঞ্চ দখল করে সবাইকে শান্তিপূর্ণভাবে বসিয়ে দিতে সক্ষম হন। ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল আলোচনায় এলেও সমাধানের আশ্বাস দেয়নি।
সৌরভ জানান, আলোচনার জন্য সময় চাওয়ার পরও প্রশাসন পশ্চিম দিক থেকে লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও বুট দিয়ে আক্রমণ শুরু করে। এই হামলার তীব্র নিন্দা জানান তিনি।
