ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিমানবন্দরের অগ্নিকাণ্ড: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে, পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বলেন, ‘শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি কাজ করছে।’

আগুনের ঘটনায় বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ঢাকাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। এছাড়া ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে কয়েকটি ফ্লাইট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগা এলাকা মূলত কার্গো ভিলেজে হওয়ায় যাত্রী টার্মিনালে সরাসরি প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমানবন্দরের নিজস্ব ইউনিট, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে তদন্ত শুরু হয়েছে।

DR/FJ
আরও পড়ুন