বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেছে নেপোলিয়নের যুগের ‘অমূল্য’ গয়না। রোববার (১৯ অক্টোবর) সকালে, দর্শনার্থীদের জন্য দরজা খোলার কিছুক্ষণের মধ্যেই এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। সময় লেগেছে মাত্র চার মিনিট। ঘটনার পরই জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ফরাসি পুলিশ ও জাদুঘর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে চুরিটি ঘটে। ‘গ্যালারি অফ অ্যাপোলো’ থেকে দুটি উচ্চ-নিরাপত্তা গ্লাস বাক্স ভেঙে মোট আটটি মূল্যবান গয়না চুরি করে মুখোশধারী চারজন চোরের একটি দল।
দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চারজন চোরের একটি দল একটি গাড়িতে বসানো যান্ত্রিক লিফট ব্যবহার করে মিউজিয়ামের সেইন নদীমুখী একটি বারান্দা দিয়ে ‘গ্যালারি অফ অ্যাপোলো’-তে প্রবেশ করেছিল। দুই চোর ব্যাটারি চালিত কাটার দিয়ে কাচ কেটে ভেতরে ঢোকে। নির্দিষ্ট কক্ষে পৌঁছে তারা নিরাপত্তারক্ষীদের হুমকি দেয়, ফলে রক্ষীরা সবাইকে সরিয়ে নেয়। এরপর চোরেরা দুটি কাচের প্রদর্শনী বাক্স ভেঙে গয়না নিয়ে স্কুটারে করে পালিয়ে যায়।
ফরাসি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রাচিদা দাতি স্থানীয় সংবাদমাধ্যম টিএফ১-কে বলেন, চুরির সময়কার ভিডিওতে দেখা গেছে মুখোশধারী চোররা একেবারে শান্তভাবে ভেতরে ঢুকে গয়না রাখা প্রদর্শনী বাক্স ভেঙে ফেলে। চোরেরা ছিলেন অভিজ্ঞ এবং আগে থেকেই পরিকল্পনা করে এসেছিলেন, যাতে দুটি স্কুটারে করে দ্রুত পালিয়ে যেতে পারেন।

এই ঘটনায় কেউ আহত হয়নি উল্লেখ্য করে দাতি বলেন, ‘কোনো সহিংসতা ছিল না, সবকিছু ছিল অত্যন্ত পেশাদারভাবে করা হয়েছে।’
রোববার রাতে ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, চোরেরা দুটি উচ্চ-নিরাপত্তা প্রদর্শনী বাক্স থেকে আটটি গয়না চুরি করেছে। এর মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রথমের স্ত্রী সম্রাজ্ঞী মারি-লুইসের এবং নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত গয়নাও রয়েছে।
এদিকে ঘটনার পরপরই তদন্তকারীরা জাদুঘরটি সিল করে দেয় এবং এমনকি সেইন নদীর ধারের কাছাকাছি রাস্তাগুলোও বন্ধ করে দেয়। চারজন সন্দেহভাজনের খোঁজ শুরু করেছে ফরাসি পুলিশ। তবে এখনো আছেন এবং পালানোর পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।’
উল্লেখ্য, বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শনসমূহের অন্যতম সংগ্রহশালা এই ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’ সহ বহু অমূল্য শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এই জাদুঘরটি পরিদর্শনে আসেন।
গাজায় সেনা কর্মকর্তা পাঠাবে জার্মানি
মোদিকে ফের ট্রাম্পের হুমকি