দেশের বাজারে উন্মোচিত হলো রিয়েলমির জনপ্রিয় সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’। পারফরম্যান্স, উদ্ভাবনী ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটিকে রিয়েলমি বিশেষত শিক্ষার্থী, গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উপযুক্ত বলে দাবি করছে।
এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ‘এআই পার্টি মোড’ এবং ‘এআই এডিট জিনি’ ফিচার, যা ছবি ও ভিডিও এডিটিংকে অনেক সহজ করে তুলেছে। ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমেও দ্রুত এডিটিং সম্পন্ন করতে পারবেন। রিয়েলমি জানিয়েছে, ‘লিভ রিয়েল ইন এভরি শট’ স্লোগানের মাধ্যমে এই স্মার্টফোন তরুণদের সৃজনশীল অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করবে।
ডিভাইসটির অ্যালুমিনিয়াম ফ্রেম ও কার্ভড ব্যাক ডিজাইন সহজেই নজর কাড়ে। হালকা, স্মার্ট এবং আরামদায়ক গ্রিপের পাশাপাশি এতে রয়েছে ৬.৮ ইঞ্চির হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ২৮০০ x ১২৮০ রেজল্যুশন এবং ৯৪% স্ক্রিন-টু-বডি রেশিও স্ক্রল, গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে আলট্রা স্মুথ অভিজ্ঞতা দেবে।

ক্যামেরা সেগমেন্টে রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯৬ প্রাইমারি সেন্সরসহ একটি ট্রিপল এআই ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। গ্রুপ সেলফি, ব্লগ রেকর্ডিং কিংবা কম আলোতে ইনডোর শটেও এটি উজ্জ্বল ও স্বাভাবিক ছবি ধারণে সক্ষম। ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরাতেই ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং সুবিধা দেওয়া হয়েছে।

ভারি ব্যবহারের কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভুক আলট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটেই পরবর্তী কয়েক ঘণ্টার ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়।

নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট এবং অ্যাড্রেনো জিপিইউ ১১৫০ মেগাহার্জ। ২৫০০ হার্জ টাচ রেসপন্স রেট ও জিটি বুস্ট গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। দীর্ঘক্ষণ ব্যবহারেও এর ভিসি কুলিং সিস্টেম তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

এছাড়াও, ডিভাইসটিতে পানি ও ধুলাবালি প্রতিরোধে কর্নিং গরিলা গ্লাস, আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স যুক্ত করা হয়েছে। ফলে এটি রাফ অ্যান্ড টাফ লাইফস্টাইলের উপযোগী বলেও দাবি করেছে রিয়েলমি।

ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) এই দুই আকর্ষণীয় রঙে বাজারে আসা ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। রিয়েলমি আশা করছে, কনটেন্ট ক্রিয়েটর, গেমার ও উচ্চক্ষমতার ডিভাইস ব্যবহারকারীদের জন্য এটি এখনকার সময়ের অন্যতম কাঙ্ক্ষিত স্মার্টফোনে পরিণত হবে।
আইফোন এয়ারকে টেক্কা দিতে ‘মোটো এক্স৭০ এয়ার’