ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তৃতীয় বিয়ে ও সন্তান সম্পর্কে যা জানালেন জেমস

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি তার তৃতীয় বিয়ে। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন, যিনি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। বিয়ের প্রায় এক বছর পর গত জুনে জেমস-নামিয়া দম্পতির ঘর আলোকিত করে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান, নাম রাখা হয়েছে জিবরান আনাম।

গায়ক জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ১২ জুন জেমস ও নামিয়ার বিয়ে হয়। বর্তমানে এই দম্পতি ঢাকার বনানীর বাসায় বসবাস করছেন।

পুত্র সন্তানের জন্ম হয় ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে, স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে জেমস বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।’

জেমস ও নামিয়ার প্রথম পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে এক শো’র সময়। তখন ‘নগর বাউল’-এর আমেরিকা ট্যুর চলছিল। সেখানেই দুজনের বন্ধুত্ব থেকে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং পরবর্তী সময়ে তা পরিণয়ে রূপ নেয়।

নামিয়ার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পিতা নুরুল আমিন ও মাতা নাহিদ আমিন আমেরিকার নাগরিক। নামিয়া নিজেও ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন এবং নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা রথি। এই দাম্পত্যে জেমসের একটি পুত্র (দানিশ) ও একটি কন্যা (জান্নাত) রয়েছে। দ্বিতীয় স্ত্রী ছিলেন আমেরিকা প্রবাসী বেনজীর সাজ্জাদ। ২০১৪ সালে পারিবারিক বোঝাপড়ার ভিত্তিতে জেমস ও বেনজীরের বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার সঙ্গে বেনজীর যুক্তরাষ্ট্রের ডালাসে বসবাস করছেন।

জীবনের এই নতুন অধ্যায় নিয়ে জেমস বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি এটাই চাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জেমসের ঘনিষ্ঠজনেরা মনে করছেন, এই বয়সে আবারও পিতৃত্বের স্বাদ পাওয়া তার জীবনে একটি নতুন প্রেরণা ও মোড় হতে পারে।

DR/FJ
আরও পড়ুন