চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাচারের আগেই অবৈধ ১৪০ দশমিক ৫৩ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত কালো রঙের টিভিএস মেট্রো ১১০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ, মোটরসাইকেল এবং মোবাইল ফোন সেটের মূল্য আনুমানিক ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক হাসেম বিশ্বাস (৪৮) একই উপজেলা ও ইউনিয়নের মুন্সীপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতে স্বর্ণ পাচার করবে। ওই সংবাদের ভিত্তিতে তার তত্ত্বাবধায়নে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত খুঁটি নম্বর ৯৩/৩-আর থেকে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি সদস্যরা সীমান্তের দিকে মোটরসাইকেলযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় বিজিবি টহল দল তাকে ধাওয়া করে আটক করে। এরপর দেহ তল্লাশি করে তার পরোনের লুঙ্গির কোচরে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধার করা প্যাকেট হতে ১টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তির ব্যবহৃত ১টি মোবাইল ফোন সেট ও ১টি কালো রঙের টিভিএস মেট্রো ১০০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বার ডিজিটাল স্কেলে ওজন করা হলে সর্বমোট ১৪০.৫৩ গ্রাম ওজন পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে জব্দ করা মালামালসহ থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক