মালয়েশিয়া সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় ট্রাম্প প্রশাসনের সমর্থনের প্রতিবাদে হাজারও ফিলিস্তিনপন্থি মালয়েশিয়ান রাস্তায় নেমে আসেন।
রোববার (২৬ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিতে পৌঁছান ট্রাম্প। তার উপস্থিতির বিরোধিতা করে শনিবার সন্ধ্যা থেকেই স্বাধীনতা স্কয়ার ও আমপাং পার্ক এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা।
রাত ১০টার দিকে তারা মোটরসাইকেল বহর নিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে মিছিল করেন। বিক্ষোভকারীদের গায়ে ছিল ফিলিস্তিনি কেফিয়েহ, হাতে ফিলিস্তিনের পতাকা। তারা স্লোগান দেন ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ এবং ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে স্বাধীনতা স্কয়ারে তীব্র রোদ উপেক্ষা করে বিক্ষোভকারীরা ট্রাম্প ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। তাদের হাতে ছিল নানা লেখা ব্যানার ও প্ল্যাকার্ড যেমন ‘রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ এবং ‘মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক।’
উত্তর-পূর্ব মালয়েশিয়ার কেলানতান রাজ্য থেকে ৩০০ কিলোমিটার দূর পাড়ি দিয়ে কুয়ালালামপুরে আসেন বিক্ষোভকারী আসমা হানিম মাহুদ। তিনি আল জাজিরাকে বলেন, ‘যাদের বিবেক আছে তারা জানে, ট্রাম্প গণহত্যার সমর্থক। তার সহায়তা ছাড়া ইসরাইল গাজার শিশু ও নারীদের হত্যা করতে পারতো না।’
যদিও বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, তবু কর্তৃপক্ষ কিছু এলাকায় ধরপাকড় চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিক্ষোভকারীরা জানান, সকালে আসিয়ান সম্মেলনস্থলের কাছাকাছি আমপাং পার্ক থেকে বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ।
ট্রাম্পের এই মালয়েশিয়া সফর দিয়েই শুরু হয়েছে তার এশিয়া সফরের সূচি।
মালয়েশিয়ায় নেমেই নাচলেন ট্রাম্প
ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই